ঢাকা, বৃহস্পতিবার, ৫ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

ফুটবল

ফুটবলে সিন্ডিকেটের কোনো স্থান নেই: বাফুফে সভাপতি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
ফুটবলে সিন্ডিকেটের কোনো স্থান নেই: বাফুফে সভাপতি

বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেছেন সকল গণমাধ্যমের সঙ্গে।

রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।  

একদিকে ভেতরে চলছে সংবাদ সম্মেলন অন্যদিকে হোটেল গেটের বাইরে দেশের ফুটবল সমর্থকরা করছেন আন্দোলন। দেশের বেশিরভাগ ফুটবল সমর্থক গোষ্ঠী একত্রিত হয়ে আরেক প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলামকে বাদ দেওয়া নিয়ে প্রতিবাদ করছে। বিভিন্ন স্লোগানে তারা ক্ষোভ প্রকাশ করছেন। পরিস্থিতি সামাল দিতে তাদের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।

প্রথমে সমর্থকদের সঙ্গে বৈঠক করে পরে ক্রীড়া উপদেষ্ঠার সঙ্গে বৈঠক করেছেন বাফুফে সভাপতি। সমর্থকদের আশ্বস্ত করেছেন দ্রুতই এর সমাধান হবে। আলাপ শেষে বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভি বলেন, ‘আমরা বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সিন্ডিকেটের কোনো স্থান নেই। সিন্ডিকেট হওয়ার সুযোগ নেই। আমাদের কথা তিনি শুনেছেন। বলেছেন দ্রুতই তদন্ত কমিটি গঠন করে এই বিষয়ে খতিয়ে দেখা হবে। এরপর সংবাদ সম্মেলন করে সকলকে জানানো হবে। ’

সব অভিযোগের নিষ্পিত্তি না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে ফুটবল সমর্থকরা।  

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।