ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাকা হয়েছিল। সৌদি আরবের সেই ক্যাম্পে ভালো খেলা সত্ত্বেও তাকে ইতালিতে ফেরত পাঠানো হয়েছে।
তবে সমর্থকদের চাওয়া পূরণ হচ্ছে না। সৌদি আরব থেকে ফেরার পর গতকাল প্রধান কোচ হাভিয়ের কাবরেরা ফাহমিদুলকে না আনার কারণ ব্যাখ্যা বলেন, ‘ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ক্যাম্পে ছিল। সে মেধাবী খেলোয়াড় তবে আরো কিছু সময় প্রয়োজন। ’
আর আজ বুধবার (১৯ মার্চ) ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘ফাহমিদুলের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। আমি তাকে খুব ভালো করেই চিনি। তাকে আমিই ডেকেছিলাম। সে একজন মেধাবী খেলোয়াড়। তার যোগ্যতা রয়েছে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার। তবে আমার মনে হয়, জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে তার আরও সময় প্রয়োজন। তার দলে ফেরার কোনো সম্ভাবনা নেই। সে এখন ইতালিতে। ’
আগামী ২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটিকে সামনে রেখে ২০ মার্চ বাংলাদেশ দল ভারতের উদ্দেশে রওনা হবে। এর আগে আজ রাতে বসুন্ধরা কিংস অ্যারেনাতে অনুশীলন সেশনে অংশ নেবেন হামজা-জামালরা।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
এমএইচএম