ঢাকা, বৃহস্পতিবার, ৫ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

ফুটবল

‘ছেত্রী ভালো খেলোয়াড়, তবে হামজা প্রিমিয়ার লিগ মাতানো তারকা’

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
‘ছেত্রী ভালো খেলোয়াড়, তবে হামজা প্রিমিয়ার লিগ মাতানো তারকা’ ছবি: সংগৃহীত

নানা বাধা পেরিয়ে অবশেষে বাংলাদেশে এসেছেন হামজা চৌধুরী। দেশের ফুটবলের বড় বিজ্ঞাপন এখন তিনি।

দেশের ফুটবলে বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা মানা হচ্ছে তাকেই। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশের এই ফুটবলার জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় আছেন।

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়েই অভিষেক হতে চলেছে তার। হামজা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হয়েছে। যেখানে এই ডিফেন্সিভ মিডফিল্ডরকে বাংলাদেশের ‘মেসি’ উপাধি দিয়েছেন দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।  

জামাল ভূঁইয়া নিজেও প্রবাসী বাংলাদেশি ফুটবলার। তিনিই প্রথম প্রবাসী হিসেবে যোগ দিয়েছিলেন জাতীয় দরে। পরে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে পরেছেন অধিনায়কের আর্মব্যান্ডও। এবার দলে যোগ দিয়েছেন হামজা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের বিষয়ে জানতে চাইলে জামাল বলেন, ‘আমি যখন এসেছিলাম এখনকার পরিবেশও তেমনই। তবে হামজা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার। ইটস লাইক আওয়ার মেসি ইজ কামিং। ’ 

জামাল ভূঁইয়া বাংলাদেশ দলের অধিনায়ক দীর্ঘদিন ধরে। এবার তার অধিনায়কত্বে খেলবেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ম্যাচের জন্য ভারতের সাবেক অধিনায়ক সুনীল ছেত্রী অবসর ভেঙে ফিরে এসেছেন। সুনীল আসলেও হামজা আসায় বাংলাদেশই এগিয়ে থাকছে সেটা পরোক্ষভাবে বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক, ‘সে (সুনীল) ভালো খেলোয়াড়। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে একটা বিষয় কি সত্যি বলতে গেলে হামজা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার। সে (সুনীল) তো ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার না। ’

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।