বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে লামিনে ইয়ামাল। ফুটবলার হিসেবে যেমন তিনি ভক্ত সমর্থকদের কাছে প্রশংসিত।
তাইতো স্পেনের হয়ে খেলার সময়েও রোজা রাখবেন এই তারকা। তা যদি হয় তবে দেশটির জার্সিতে প্রথম ফুটবলার হিসেবে এই অর্জন থাকবে বার্সেলোনার এই তারকার। আগামী ২০ ও ২৩ মার্চ ন্যাশন্স লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে স্পেন। যেখানে রোজা রেখে খেলার সিদ্ধান্ত নিয়েছে ইয়ামাল।
আর এতেই ইতিহাস গড়বেন তিনি। স্প্যানিশ গণমাধ্যম বলছে, স্পেনের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে তিনি আন্তর্জাতিক ম্যাচে রোজা রেখে খেলার নজির গড়বেন। এর আগেও অবশ্য দলের হয়ে খেলেছিলেন তিনি। তবে সেবার রাখেননি রোজা। এছাড়া আরও অনেক মুসলিম ফুটবলার স্পেনের হয়ে খেলেছিলেন। তবে মুসলিমদের জন্য পবিত্র মাসের কথা বিবেচনায় রেখে আগে রমজানে জাতীয় দলের কোনো ম্যাচ রাখা হতো না।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
আরইউ