ঢাকা, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আইআইইউসির ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নদভীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
আইআইইউসির ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নদভীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) ১০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় কারাবন্দী সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সম্মেলন কক্ষে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদের নেতৃত্বে একটি দল তাকে ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করে।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ বলেন, আইআইইউসি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন নেজামুদ্দিন নদভী। ওই ট্রাস্ট থেকে সম্মানীর নামে তিনি এবং আরও কয়েকজন মিলে প্রায় দশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আমরা অনুসন্ধান করছি।

আদালতের অনুমতি নিয়ে বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগের সত্যতা পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নদভী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ছিলেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এ পদ হারান। এরপর নদভী ও তার সহযোগীদের বিরুদ্ধে ওই বিশ্ববিদ্যালয় ট্রাস্টের অধিভুক্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘আইআইইউসি টাওয়ার’ সম্মানীর নামে দশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। যার অনুসন্ধান করেছে দুদক।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।