চট্টগ্রাম: ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও তরুণ রাজনীতিক সাঈদ আল নোমান বলেছেন, বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হচ্ছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে নগরের রামপুর নয়াবাজারের একটি কনভেনশন হলে বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান স্মরণে আয়োজিত শোকসভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রামের কৃতী সন্তান আবদুল্লাহ আল নোমান ছিলেন, চট্টগ্রামের উন্নয়নের প্রাণ পুরুষ। তিনি এমপি ও মন্ত্রী থাকা অবস্থায় বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। ক্ষমতার বাইরে থাকাকালীন রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামের প্রতি সরকারের বিমাতাসূলভ আচরণের প্রতি ছিলেন সরব ও সোচ্চার। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আবদুল্লাহ আল নোমান রাজনীতি করতেন। তিনি ছিলেন গণমানুষের নেতা। তাঁর নীতি ও আদর্শকে ধারণ করে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই।
রামপুর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী শরিফুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি আবদুল গফুর বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি কাউন্সিলর শামসুল আলম, আলোচক ছিলেন হালিশহর থানা বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন ডিপ্টি, সাবেক সাধারণ সম্পাদক জাহাংগীর আলম, এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রামপুর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ইবনুল হাসান সবুজ, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার, বিএনপি নেতা মাসুদ পাটোয়ারী, শফিকুল আলম, যুবদল নেতা রাজু খান, সাদ্দাম হোসেন, সোহেল, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, সামিউল কাধির গিয়াস, মহিলা দলনেত্রী খালেদা বোরহান, সামসুন নাহার, জাহানারা বেগম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
পিডি/টিসি