চট্টগ্রাম: নগরে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানার অভিযানে যুবলীগকর্মীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ মার্চ) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন, আবেদুজ্জামান আমরী (৪২), মো. শাহরাজ (২৪), মো. আলমগীর (৩০), মো. খাইরুল আলম (৩৭), মো. জুয়েল রানা (২৭), মো. আনোয়ার হোসেন (২২), সুকিমং চাকমা (৩০), মো. ফরহাদ (২৭), মো. মাহতাব মোল্লা (৩২), ইমরান হোসেন প্রকাশ এমরান (২৩), মো. মহি উদ্দিন (২৯), মো. শাকবিুল হাসান অনিক (২৩), মো. সাগর (২৮), কর্ণফুলী উপজেলা যুবলীগের সদস্য সাইফুল ইসলাম (৩২), মো. সাদ্দাম হোসাইন (৩০), মো. রিয়াজ (২৫), মো. আলাউদ্দিন (৫০), মো. ইসমাইল হোসেন (৩৬), জহিরুল ইসলাম (২৪), মো. মামুন (২০), মো. রাশেদ মিয়া (২৪), মো. মাসুম (২৯), মো. রাসেল হাওলাদার (২২), শওকত নুর (২৬), মো. আব্দুল মোতালেব (৪৮), মো. সাগর (২৪), মো. সিয়াম (২০), মনির আসলাম (২৩), মো. জাহাঙ্গীর (২৮), মো. শাকিল (২১), মো. সাইফুল ইসলাম (৩০), মো. সুমন (২০), মেহেরাজ রহমান রাকিব (২৯) ও গোলাপী বেগম (৪৬)।
সিএমপি জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসী বিরোধী আইন ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
পিডি/টিসি