চট্টগ্রাম: নগরের হালিশহরের গ্রিন ভিউ আবাসিক এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনের লেলিহান শিখা অনেক দূর থেকে দেখা যাওয়ায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা উদয়ন চাকমা বাংলানিউজকে জানান, গ্রিন ভিউ আবাসিক এলাকার একটি বস্তিতে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে আসে।
তিনি জানান, টিনের ছাউনির ৯ কক্ষের কাঁচাঘর আগুনে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
এআর/টিসি