চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া বলেছেন, দলের দুঃসময়ে পাশা থাকা নেতা-কর্মীদের প্রাধান্য দেওয়া হবে। ৫ আগস্টের পর দলে প্রবেশকারীদের চিহ্নিত করা হবে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় উপজেলার ফকিরনীর হাট ফয়জুল বারী মাদ্রাসা মাঠে বড়উঠান ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বড়উঠান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইদ্রিস হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম ফারুক হোসাইন, সাংগঠনিক সম্পাদক আলমগীর বিন হোসাইন এবং ছাত্রনেতা সাখাওয়াত হোসাইন মিশুর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এস এম ফোরকান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মো. ওসমান, জুলধা বিএনপির সভাপতি কাজী মঈন উদ্দিন টিপু, চরপাথরঘাটার শেখ আহমদ মেম্বার, আবু তাহের, সালাউদ্দিন, মনির উদ্দিন মুন্সী, সেলিম খান, এজাবত উল্লাহ, যুবদল নেতা মামুনুর রাশীদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নুরুল ইসলাম মেম্বার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম শামিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফারুক, সদস্য সচিব দিদারুল আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি তৈয়বুল আলম আংকুর, সাধারণ সম্পাদক মনির উদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মান্নান খান, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফোরকান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বশর, এস এম রিদুয়ান, শাহেদুল আলম টিটু, সাদ্দাম হোসেন, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা এস এম ইলিয়াস, জালাল, নুরুল ইসলাম, ইলিয়াছ, জাহাঙ্গীর, মো. নাছির, অ্যাডভোকেট নাজিম।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
এমআই/টিসি