ঢাকা, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: সরওয়ার আলমগীর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না: সরওয়ার আলমগীর

চট্টগ্রাম: একটি সংঘবদ্ধচক্র দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।  

বৃহস্পতিবার (২০ মার্চ) দাঁতমারা ইউনিয়ন পরিষদ চত্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

সরওয়ার আলমগীর বলেন, প্রতিদিনই চুরি-ডাকাতি, ধর্ষণ, ইভটিজিংয়ের মত অপরাধ সংঘটিত হচ্ছে, যা উদ্বেগজনক। দেশের চলমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই।

তিনি বলেন, দেশের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। দেশের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র শান্তি প্রিয় জনগণ মেনে নেবে না। পাশের একটি রাষ্ট্রের সহযোগিতায় স্বৈরাচার আওয়ামী দোসরদের কোনো ষড়যন্ত্র দেশের মানুষের ক্ষতি করতে পারবে না।

এ সময় তিনি ফটিকছড়িতে ৫ আগস্ট পরবর্তী প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান।

দাঁতমারা ইউনিয়ন বিএনপির নেতা গোলাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, মহিন উদ্দিন আজম তালুকদার, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, আবুল খায়ের, আবু মেম্বার, জেলা যুবদল নেতা মিঞা মোশাররফ আনোয়ার চৌধুরী মশু, জেলা শ্রমিক দল নেতা মো. হানজালা, মো. একরামুর হক , আহমদ ছাফা, মো. বেলাল সওদাগর, ইলিয়াস চৌধুরী, নুরুজ্জামান মেম্বার, জাহেদ মেম্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন মেসি, সাজ্জাদুল কবির জামাল, নজরুল ইসলাম মানিক, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা আব্দুল জব্বার, শাকিল খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।