ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ওসমানীনগরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
ওসমানীনগরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৪ ফাইল ফটো

সিলেট: সিলেটের ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি মোনায়েম মিয়া বলেন, প্রাইভেটকারে সাত যাত্রী ছিল। এর মধ্যে দুইজন ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের প্রাইভেটকারচালক সুহেল (৩৮), শামীমা (৩৫), ইতি বেগম (৩০) ও আয়ান (৭)।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, দুইজন ঘটনাস্থলেই মারা গেছেন। হাসপাতালে আনার পর সোহেল ও শামীমাকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।