ঢাকা, রবিবার, ১৮ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

এবার বিদেশে চিকিৎসার দাবি নিয়ে রাস্তায় বৈষম্যবিরোধী আন্দোলনের আহতরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
এবার বিদেশে চিকিৎসার দাবি নিয়ে রাস্তায় বৈষম্যবিরোধী আন্দোলনের আহতরা

ঢাকা: এবার বিদেশে চিকিৎসার দাবি নিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনের দুই পাশের সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের আহতরা।

পুলিশ বলছে, তাদের দাবি বিদেশে চিকিৎসা করাতে হবে।

পাশাপাশি তাদের খেতাব দিতে হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দুই হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পঙ্গু হাসপাতালের সামনে অবরোধকারী আহতদের সংখ্যা ২০ থেকে ২২ জন। চক্ষু বিজ্ঞান হাসপাতালের সামনে ১২ থেকে ১৫ জনের মতো অবরোধ করেছেন। কেউ কেউ সড়কে বসে, কেউ শুয়ে অবস্থান নিয়েছেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ গোলাম আযম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের দাবি বিদেশে নিয়ে তাদের চিকিৎসা করাতে হবে। পাশাপাশি আন্দোলনে অবদানের জন্য তাদের খেতাব দিতে হবে এ রকমই শোনা যাচ্ছে।

তারা সড়কে অবস্থান ধরে রেখেছেন। কথা বলে জানা গেছে, রাত অন্তত তিনটা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন।

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
এজেডএস/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।