ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

জামালপুরে আ. লীগের ৬ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
জামালপুরে আ. লীগের ৬ নেতাকর্মী আটক আটকরা

জামালপুর: জামালপুরে জুলাই আগস্ট আন্দোলনের ঘটনায় নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।

 

এর আগে গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত জামালপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন- জামালপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নীরু আহমদ, আওয়ামী লীগ নেতা এমারত হোসেন, আজাদুর রহমান, মজনু মিয়া, জুলফিকার আহমদ ও আক্তারুজ্জামান।

পুলিশ জানায়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। এর মধ্যে দুইজনকে আটক করে পুলিশ এবং বাকি চারজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। সুষ্ঠু তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

এ প্রসঙ্গে জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক বলেন, আসামিদের জুলাই-আগস্ট আন্দোলনে সম্পৃক্ততা থাকার অভিযোগে আটক করা হয়েছে। ছয়জনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।