ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

জাতীয়

১৫ বছরে গুম-খুনের বিষয়ে জানতে রাইট টু ফ্রিডমের প্রতিনিধিরা ট্রাইব্যুনালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
১৫ বছরে গুম-খুনের বিষয়ে জানতে রাইট টু ফ্রিডমের প্রতিনিধিরা ট্রাইব্যুনালে

ঢাকা: জুলাই-আগস্টে গণহত্যা এবং গত ১৫ বছরে গুম-খুনের বিষয়ে জানতে যুক্তরাষ্ট্র ভিত্তিক থিংক ট্যাঙ্ক রাইট টু ফ্রিডমের প্রতিনিধিরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এসব কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও সাবেক কূটনীতিক জন ড্যানি লোভিস ট্রাইব্যুনালে বিচারের বিষয় জানার জন্য এসেছিলেন। জুলাই-আগস্টে যে গণহত্যা হয়েছে এবং গত ১৫ বছরে গুম-খুনের বিষয়ে জানতে চেয়েছেন।

তাজুল ইসলাম বলেন, তারা আমাদের সঙ্গে খোলামেলা কথা বলেছেন। তাদের পক্ষে যতটা সম্ভব মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে সহযোগিতা করবেন। তাদের দিক থেকে যা পরামর্শ প্রয়োজন তা তারা দেবেন।

তিনি আরও বলেন, প্রতিনিধিরা বলেছেন তারা কারও পক্ষে নন, তার চান মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত হোক। বিশেষ করে জুলাই-আগস্টে বা বিগত সরকারের আমলে যেসব মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটেছে, বাংলাদেশ সরকারের উচিত এর সঠিক বিচার করা। যাতে ভবিষ্যতে যেন এমন অপরাধ আর সংগঠিত না হয়- এমন আশা ব্যক্ত করেছেন তারা। পাশাপাশি সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
ইএসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।