যশোর: বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অন্যকে ইফতারি করানো ধর্মীয় নির্দেশনার পাশাপাশি রাসুল (সা.) এর সুন্নাত। এটি সামাজিক সংস্কৃতিরও অংশ।
বুধবার (০৫ মার্চ) যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ইফতার আয়োজন করতে গিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা এিনপির নেতাকর্মীরা কীভাবে নির্যাতনের শিকার হয়েছেন সবার জানা। তবে, বিগত ১৭ বছরের জুলুম নির্যাতনের পুনরুত্থান বিএনপি কখনো চায় না।
তিনি ঘোষণা করেন, বিএনপির কোনো স্তরের নেতাকর্মী মানুষের ওপর অত্যাচার করবে না এবং আমরা সেটি করতে দেবো না। এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট বার্তা।
ইফতারের পূর্বে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন লেবুতলা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক নেতা গোলাম রেজা দুলু, সদর উপজেলা সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং আশরাফুজ্জামান মিঠু।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ০৫ মার্চ ২০২৫
এসএইচ