চট্টগ্রাম: ফটিকছড়ির ভূজপুরে আগুনে পুড়েছে ১১টি দোকান।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে কাজিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
আগুনে পুড়ে গেছে রঞ্জিতের মিষ্টির দোকান, আবু সওদাগরের চালের দোকান, তসলিমের কুকারিজ দোকান, আলমগীরের গাছের দোকান, তসলিমের লেপ-তোষকের দোকান, আনসারের হোটেল ও চা দোকান, আব্বাসের ওয়ার্কশপ ও পানের দোকান, তাহেরের স্টিলের দোকান, সেলিমের বিসমিল্লাহ হোটেল ও নুরুল ইসলামের ওয়ার্কশপ।
স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ আগুন লেগে এসব দোকান পুড়ে যায়।
ভূজপুরের সাবেক চেয়ারম্যান মো. শফি বলেন, ১১টি দোকান পুরোপুরি পুড়ে গেছে। এছাড়াও ২০টির অধিক দোকান আংশিক পুড়ে গেছে। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি ইউএনওকে জানিয়েছি।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫
বিই/টিসি