ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ধর্ম নিয়ে কটূক্তি করলেই শাস্তি: চবি কর্তৃপক্ষ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫
ধর্ম নিয়ে কটূক্তি করলেই শাস্তি: চবি কর্তৃপক্ষ চবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: যেকোনো ধর্ম নিয়ে কটূক্তি করলেই জড়িত ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হবে বলে নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশ্যে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে চর্চাকৃত যেকোনো ধর্মের ব্যাপারে কটূক্তিকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। ধর্ম অবমাননার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের প্রচলিত একাডেমিক ও দেশের প্রচলিত ধর্ম অবমাননার আইনে শাস্তির আওতায় আনা হবে।

 

এর আগে ৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টায় মহানবীকে (স.) নিয়ে কটূক্তি করার প্রতিবাদে চবি শিক্ষার্থী এসএম সানবিম সিফাতকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দেন।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৫
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।