ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গৃহকর্তাকে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫
গৃহকর্তাকে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা, আটক ২ ...

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানার একটি ভবনের বাসার গৃহকর্তাকে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টার ঘটনা ঘটেছে। এসময় মারধরে বাসার এক সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে  আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের পাশে এ ঘটনা ঘটে।  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম বাংলানিউজকে বলেন, গৃহপরিচারিকা সহ মিলে ঘরের গৃহকর্তাকে জিম্মি করে।

সেখান থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই সময় দুইজনকে আটক করা হয়েছে।  

অন্যদিকে ভবনের চারপাশে ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনী।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।