ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫
চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার গ্রেপ্তার নেতাকর্মীদের একাংশ।

চট্টগ্রাম: নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় কেন্দ্রীয় আওয়ামী লীগ, নগর আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪৬ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।  

সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ২টা থেকে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মো. ছালামত আলী চৌধুরী (৭০), আলমগীর মিয়া (৩২), মো. আলাউদ্দিন (৩৮), সাব্বির হোসেন মণ্ডল (৪৬), আরফান উদ্দিন (৩৩), রহিম উদ্দিন রাজিব (২৭), মো. সাজ্জাদ হোসেন রিয়াজ (২৭), মুহাম্মদ আরিফ সিকদার প্রকাশ মুন্না (৩৩),  মো. রনি (৩৯), মো. শামীম (২৮), মো. শাহজাহান প্রকাশ  সাজু (৪০), মো. জাকির হোসেন (২২), মো. শরিফ উদ্দিন (২২), মো. নুরুল ইসলাম (৫৬), মো. নুরুল আলম (৫৫), আবু আহাম্মেদ (৫৭), মো. আসিফুর রহমান প্রকাশ আসিফ (৩৮), আব্দুল মালেক সওদাগর (৫৫), মাহফুজুর রহমান প্রকাশ সুজন (২৭), মিরাজ উদ্দিন প্রকাশ রবিন (২৪), মো. পারভেজ(২৭), মুনতাসির আবছার প্রকাশ রিফাত (২৩), মো. নুরুল জামান (২৩), মো. ইবনে মিজান প্রকাশ রুবেল (৪৫), তুহিন মুরাদ (৩২), মো. জাহিদুল ইসলাম (৩৮), মো. ইশতিয়াক মুন্না (৩৫), মো. ইলিয়াছ (৫১), মো. আব্দুল মমিন আনজুম (২৭), মো. আব্দুল আলী প্রকাশ কালু, মো. ওয়াহিদ (২৭), মো. মোজাম্মেল তারেক (২৪), সৈয়দ নিজামুল হক (২৮), মো.গোলাম নবী (৫৫), মো. আনিসুল ইসলাম প্রকাশ সৌমিক (৩১), মো. মাহিম (১৯), মো. আরিফ হোসেন (২৪), মো. শহিদুল ইসলাম শাওন (২৪), মো. আলী আজগর (৪০),মাহমুদুল হক (৫০), মো. আরিফ (২০), মো. সুমন (৩০), তৌহিদুল ইসলাম (৩২), এসএম সেলিম উদ্দিন (৫৪), মো. মনির (৩৬) ও মো. সানি (২৯)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে এক বা একাধিক মামলার আসামি ৪৬ জনকে গ্রেপ্তার করা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।