ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫
বোয়ালখালীতে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে আহত ২

চট্টগ্রাম: বোয়ালখালীতে সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ ২জন আহত হয়েছেন।  

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কানুনগোপাড়া সড়কের গোমদণ্ডী খায়ের মঞ্জিলের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

 

এতে মোটরসাইকেল চালক মো. তৌহিদুল ইসলাম (৩২) ও অটোরিকশা যাত্রী মো. সোহেল (৩০) আহত হন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়।

এতে দুই জন আহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তোফায়েল আহমদ বাংলানিউজকে বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হলে বাইক চালক তৌহিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মো. সোহেল নামে একজন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।