চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ।
নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। পরিবার নিয়ে তিনি বসবাস করেন ঢাকার হাজারীবাগ এলাকায়।
পুলিশ জানিয়েছে, রোববার রাতে ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন আনোয়ার হোসেন। ঘন কুয়াশায় মাইক্রোবাসটি বেপরোয়া গতিতে চলার কারণে এই দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন পরিবারের ৬ সদস্য।
হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) গোলাম রাব্বানী বাংলানিউজকে জানান, একটি ডাম্প ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে মাইক্রোবাসটি ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা একজনের মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৫
এমআর/টিসি