ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মুট কোর্ট প্রতিযোগিতায় বিজিসি ট্রাস্ট ভার্সিটির আইন বিভাগের সাফল্য 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৫
মুট কোর্ট প্রতিযোগিতায় বিজিসি ট্রাস্ট ভার্সিটির আইন বিভাগের সাফল্য  ...

চট্টগ্রাম: ঢাকায় অনুষ্ঠিত প্রথম স্টেটসন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল মুট কোর্ট প্রতিযোগিতায় (বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ড ২০২৪-২৫) বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগ সাফল্য অর্জন করেছে।

আইন বিভাগের শিক্ষার্থী রাফসানুর রহমান রাকিব, নাফিজা নাওয়াল খানম ও মোহাম্মদ নুরুল করিমকে নিয়ে গঠিত দলটি প্রতিযোগিতায় মেমোরিয়াল তৈরিতে ৩য় স্থান অর্জন করে।

 

প্রতিযোগিতায় সফলতা অর্জন করায় ইউনিভার্সিটির পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব এর সাথে আইন বিভাগের চেয়ারম্যান মো. আবদুল হান্নানের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ করেন।  

এ সময় উপাচার্য বলেন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের কৃতি শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইউনিভার্সিটির জন্য গৌরব বয়ে এনেছে।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির সাথে প্রতিযোগিতা করে যারা কৃতিত্ব অর্জন করেছে, আইন বিভাগের সেই শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি। আশা করছি ভবিষ্যতেও তারা ইউনিভার্সিটির পক্ষ হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আগামী দিনে আরও সফলতা বয়ে আনবে।  

এ সময় ইউনিভার্সিটির রেজিস্ট্রার ইনচার্জ ড. এস এম শোয়েভ, আইন বিভাগের শিক্ষক ও দলটির কোচ ফারহাত ইসলাম উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।