ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

ক্রিকেট

ব্যাটসম্যানরা রান পাওয়ায় স্বস্তিতে প্রধান নির্বাচক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
ব্যাটসম্যানরা রান পাওয়ায় স্বস্তিতে প্রধান নির্বাচক

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে খেলেছেন বাংলাদেশ দলের চার ব্যাটসম্যান-ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও নাসির হোসেন। চারজনের মধ্যে সৌম্য সরকার ছাড়া বাকি তিনজনই পেয়েছেন রানের দেখা।

সবার চেয়ে উজ্জল ছিলেন ওপেনার ইমরুল কায়েস। ৯১ বলে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এ বাঁহাতি ব্যাটসম্যান।
 
মুশফিকুর রহিম ৫১ ও নাসির হোসেন করেছেন ৪৬ রান। এ তিন ব্যাটসম্যানের দিনে ইংল্যান্ডের বিপক্ষে ৩০৯ রানের বড় সংগ্রহ দাড় করায় বিসিবির দলটি।

এ তিন ব্যাটসম্যান রানে ফেরায় স্বস্তিতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনজনের মধ্যে ইমরুলের ইনিংসটাকে অসাধারণ বলে উল্লেখ করেছেন তিনি।

সেই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই ইমরুল একাদশে ফিরতে পারেন বলে আভাস দেন মিনহাজুল আবেদিন, ‘ইমরুল অসাধারন ব্যাটিং করেছে। আমাদের এমন প্রত্যাশা ছিলো না যে এই রকম ফাস্ট বোলারের বিপক্ষে এতো ভালো ব্যাটিং করবে। সত্যি বলতে দেখার মতো ব্যাটিং করেছে। অনেকদিন মনে রাখার মতো একটি ইনিংস খেলেছে। আমার মনে হয় এই ইনিংসটা সামনের দিকে ওকে ভালো খেলার জন্য যথেষ্ট সাহায্য করবে। ’

‘আমাদের টেস্ট দলে ইমরুল একজন স্বীকৃত ব্যাটসম্যান। ওয়ানডেতে নিয়মিত ভালো খেলা একটা বড় ব্যাপার। আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচ খেলেছে। পরের দুটি খেলতে পারেনি। তো প্রস্তুতি ম্যাচে এই ইনিংসটায় ভালো খেলায় আমি আশা করছি ৭ তারিখে মূল একাদশে থাকবে। ’-যোগ করেন মিনহাজুল।
 
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৭ রান করে পরের দুই ম্যাচে ইমরুলকে একাদশে রাখেনি টিম ম্যানেজম্যান্ট। প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত খেলে যেন তার জবাবটাই দিয়েছেন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।


 
ইমরুলের অসাধারণ ব্যাটিংয়ের দিনে মুশফিক-নাসিরের ইনিংস দুটিতেও স্বস্তি পাচ্ছেন মিনহাজুল আবেদিন, ‘আমাদের অন্যতম সেরা খেলোয়াড় মুশফিক। ওর ভালো খেলাটা আমাদের দলের জন্য ভালো। ওর জন্যও ভালো। সেই হিসেবে আমি বেশ আত্মবিশ্বাসী যে সামনের সিরিজে ও যথেষ্ট ভালো খেলবে। নাসিরের ইনিংসটি আমাদের নজরে থাকবে। যে কোনো খেলা আপনি যেখানেই খেলেন, প্রস্তুতি ম্যাচ হোক আর আন্তর্জাতিক ওয়ানডে হোক সব গণনার মধ্যে থাকে। ব্যাটসম্যান যতো রান করে ততো আত্মবিশ্বাস বাড়বে এবং বোলার যতো উইকেট নেবে ততো আত্মবিশ্বাস বাড়বে পরের ম্যাচের জন্য। ’

আগামী ০৭ অক্টোবর মিরপুরে অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ঘরের মাঠে টানা সাতটি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।  

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।