ঢাকা, রবিবার, ২ চৈত্র ১৪৩১, ১৬ মার্চ ২০২৫, ১৫ রমজান ১৪৪৬

ক্রিকেট

সোহান-সাদমানের সেঞ্চুরি, জয় পেয়েছে তাদের দলও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
সোহান-সাদমানের সেঞ্চুরি, জয় পেয়েছে তাদের দলও ছবি: সংগৃহীত

ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নুরুল হাসান ও সাদমান ইসলাম। ভিন্ন ভিন্ন দলের হয়ে সেঞ্চুরি হাকিয়েছেন তারা।

সোহান নৈপুণ্যে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৯৭ রানে হারিয়েছে ধানমণ্ডি স্পোর্টস ক্লাব। আর সাদমানের ব্যাটে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ শাইনপুকুরকে ৯৭ রানে হারিয়েছে ধানমণ্ডি। যদিও শুরুটা ভালো হয়নি তাদের। আগে ব্যাট করতে নেমে স্রেফ ৪৫ রানে হারায় ৩ উইকেট। কিছুক্ষণ পর লড়তে থাকা হাবিবুর রহমান সোহান ৪৫ রানে বিদায় নিয়ে বিপদ আরও বাড়ে। তখন দলের হাল ধরেন সোহান। তাকে সঙ্গ দেওয়া সানজামুলের ব্যাট থেকে আসে ৪০ রান। বাকিরা ব্যার্থ হলেও ব্যাট হাতে লড়তে থাকেন সোহান। ১৩১ বলে অপরাজিত ১৩২ রানে দলকে এনে দেন ২৭৭ রানের সংগ্রহ।  

এই রান তাড়া করতে নেমে ১৮০ রানের বেশি করতে পারেনি শাইনপুকুর। ব্যাট হাতে ধানমণ্ডির হয়ে সোহানের সঙ্গে লড়া সানজামুল বল হাতে রাখেন বড় অবধান। ৪ উইকেট নেন তিনি। এছাড়া ৩ উইকেট পান কামরুল ইসলাম।  

দিনের আরেক ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৬০ রান সংগ্রহ করে রূপগঞ্জ। দলটির হয়ে ওপেনার অমিত খেলেন ৮১ রানের ইনিংস। এছাড়া ৫৭ রানের ইনিংস খেলেন গালিব। আর আরিফুলের ব্যাট থেকে আসে ৪০ রানের ইনিংস।

এই রান তাড়ায় নেমে শুরুটা ভালো করেন সাদমান ও ইমরানুজ্জামান। ইমরান ২৮ রানে বিদায় নিলে সাদমানকে সঙ্গ দেন ইমরুল কায়েস। দুজন গড়েন ৮৬ রানের জুটি। এরপর ৬২ রান করা ইমরুল ফিরলে বাকিটা সারেন সাদমান ও মার্শাল আইয়ুব। মার্শাল অপরাজিত থাকেন ৩৩ রানে। আর ১১৫ রানে অপরাজিত থাকেন সাদমান।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।