বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে নতুনভাবে টি-টোয়েন্টি শুরু করেছে পাকিস্তান। কিন্তু শুরুতেই হোঁচট খেল তারা।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে অলআউট হয়ে পাকিস্তানে সংগ্রহ করে ৯২ রান। যা তাড়ায় নেমে ৫৯ বল হাতে রেখে ৯ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিক নিউজিল্যান্ড।
দুই ওপেনারের শূন্য রানের বিদায়ে শুরু হয় পাকিস্তানের ইনিংস। তিনে নেমে নতুন অধিনায়ক সালমান আলি আগা ১৮ রান করে বিলিয়ে দেন উইকেট। মিডল অর্ডারে ইরফান খান ১ ও শাদাব খান ৩ রানে বিদায় নেন। ছয়ে নামা খুশদীল শাহের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩২ রান। চলতে থাকা উইকেটের মিছিল এরপর আরও দ্রুত হতে থাকে। এতে একশর আগেই গুটিয়ে যায় সফরকারীরা।
নিউজিল্যান্ডের হয়ে ৩ ওভার ৪ বলে স্রেফ ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন জ্যাকব ডাফি। ৪ ওভারে ৮ রান দিয়ে ৩ উইকেট নেন কাইল জেমিসন। ২৭ রান খরচায় দুই উইকেট নেন ইশ সোধি। একটি উইকেট পান ফল্কস।
রান তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে ৩৫ বলে ৫৩ রান যোগ করেন টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। ষষ্ঠ ওভারে আবরার আহমেদের বল মোহাম্মদ হারিসের হাতে তুলে দিয়ে সেইফার্ট বিদায় নিলে ভাঙে এই জুটি। ২৯ বলে ৪৪ রান করে ফেরেন কিউই ওপেনার। এরপর টিম রবিনসনকে নিয়ে বাকিটা সেরে ফেলেন অ্যালেন। ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি। ১৫ বলে অপরাজিত ১৮ রান আসে রবিনসনের ব্যাট থেকে।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
আরইউ