চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর রোহিত শর্মা জানিয়েছিলেন অবসর এখনই নেবেন না তিনি। এবার একই উত্তর এসেছে বিরাট কোহলি থেকে।
গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে কথা বলার সময় এক প্রসঙ্গে এই ক্রিকেটার বলেন, ‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আমি কোনো ঘোষণা দিচ্ছি না। আপাতত সব ঠিক আছে। ’
টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া কোহলি ওয়ানডে ও টেস্টে নিয়মিত খেলে যাচ্ছেন। খুব বেশি ছন্দ ধরে না রাখতে পারলেও দলের হয়ে পারফর্ম করে যাচ্ছেন তিনি। নিজের এই খেলা এখনও উপভোগ করে যাচ্ছেন ভারতীয় এই ব্যাটার। যতদিন উপভোগ করে যাবেন ততদিন অবসর নেবেন না বলে জানান তিনি।
কোহলি বলেন, ‘চিন্তা করবেন না। আমি কোনও ঘোষণা করব না। এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। এখনও খেলাটাকে ভালোবাসি। খেলার আনন্দ, জয়ের খিদে এবং ভালোবাসা এখনও আমাকে তাড়িয়ে বেড়ায়। যত দিন সেটা উপভোগ করব তত দিন খেলে যাব। এখন কোনো কীর্তি গড়ার জন্য খেলি না। ’
কোহলি আরও বলেন, ‘প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার আগ্রহ থাকলে অবসর নিয়ে ভাবার সময় পাওয়া যায় না। রাহুল দ্রাবিড়ের সঙ্গে এটা নিয়ে এক বার অনেক আলাপ হয়েছিল। সে আমাকে বলেছিল, সব সময় নিজের সঙ্গে যোগাযোগ রাখতে। জীবনের কোন পর্যায়ে রয়েছি, সেটা নিয়ে বেশি করে ভাবতে। কারণ অবসর কবে নেব, এই প্রশ্নের উত্তর পাওয়া সহজ কাজ নয়। ’
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
আরইউ