ঢাকা, শুক্রবার, ৬ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

ক্রিকেট

প্রাইজমানির তিন গুণেরও বেশি পুরস্কার পাচ্ছে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
প্রাইজমানির তিন গুণেরও বেশি পুরস্কার পাচ্ছে ভারত ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এবার তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

শিরোপা জিতে তারা প্রায় প্রাইজমানি থেকে তিনগুণ বেশি পুরস্কার পেতে যাচ্ছে বোর্ড থেকে।

ভারতীয় দলকে ৫৮ কোটি রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে বিসিসিআিই। এই পুরস্কারের আওতায় থাকবে বিশ্বকাপজয়ী সকল ক্রিকেটার এবং তাদের সঙ্গে থাকা কোচিং স্টাফ ও নির্বাচক কমিটির সদস্যরা।  

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন ভারত পুরস্কার পেয়েছ ২২ লাখ ৪০ হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ কোটি রুপি। এছাড়া গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্য ছিল ৩৪ হাজার ডলার করে।

ভারতীয় বোর্ডের সভাপতি রজার বিনি বললেন, এই আর্থিক পুরস্কার দলের প্রাপ্য। তার ভাষ্য, ‘পিঠেপিঠি আইসিসি শিরোপা জয় বিশেস অর্জন এবং বিশ্বমঞ্চে দলের নিবেদন ও উৎকর্ষকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এই পুরস্কারের মাধ্যমে। আড়ালে থেকে সবাই যে কঠোর পরিশ্রম করে গেছে, সেটিরও স্বীকৃতি এই আর্থিক পুরস্কার। এই বছর এটা আমাদের দ্বিতীয় আইসিসি ট্রফি, নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাও জিতেছি আমরা। আমাদের দেশের শক্তিশালী ক্রিকেটীয় বাতাবরণই ফুটিয়ে তুলছে এসব সাফল্য। ’

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।