ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

ক্রিকেট

এক মাঠে ডু প্লেসিসের তিন ফরম্যাটে সেঞ্চুরির রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
এক মাঠে ডু প্লেসিসের তিন ফরম্যাটে সেঞ্চুরির রেকর্ড ফাফ ডু প্লেসিস-ছবি:সংগৃহীত

ঢাকা: ভিন্ন রকম এক রেকর্ডের মালিক হলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস। জোহার্নেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে দ্বিতীয়টিতে তার দুর্দান্ত সেঞ্চুরিতে বড় জয় পায় প্রোটিয়ারা।

ফলে একই মাঠে একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাটের ক্রিকেটেই সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি।

রোববারের ম্যাচে ৯৩ বলে ১৩ চারের সাহায্যে ১১১ রান করেন ডু প্লেসিস। অজিরা ১৪২ রানের বড় ব্যবধানে হেরে সিরিজে ২-০তে পিছিয়ে পড়ে।

এই সিরিজে নিয়মিত অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ইনজুরির কারণে খেলছেন না। ফলে দলনেতার দায়িত্ব কাঁধে পড়েছে ডানহাতি ব্যাটসম্যান ডু প্লেসিসের।

আর অধিনায়ক হিসেবেও তিন ফরম্যাটের ক্রিকেটে সেঞ্চুরির রেকর্ড গড়লেন তারকা এ ক্রিকেটার। তবে এই তালিকায় তিনিই প্রথম নন। এর আগে সদ্যই ক্রিকেটকে বিদায় জানানো শ্রীলঙ্কান তারকা তিলকারত্নে দিলশান অধিনায়ক থাকাকালে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।