ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

ক্রিকেট

বিপিএল মাতাবেন যে বিদেশি তারকারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
বিপিএল মাতাবেন যে বিদেশি তারকারা ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ০৪ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চর্তুথ আসর। টি-টোয়েন্টির জনপ্রিয় এ ঘরোয়া আসরে এবারও অংশ নিচ্ছে বিদেশি তারকা ক্রিকেটাররা।

এদের মধ্যে রয়েছেন ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, শহীদ আফ্রিদি, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, ইমরান তাহির, রবি বোপারার মতো ক্রিকেটারদের নাম।  

বিস্ফোরক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে নিতে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখালেও বিপিএল চলাকালীন সময়ে আন্তর্জাতিক ব্যস্ততায় থাকবেন দক্ষিণ আফ্রিকার এ ক্রিকেটার।
 
বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (৩০ সেপ্টেম্বর)। এ জন্য দেশি-বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হবে বুধবার (২৮ সেপ্টেম্বর)। আইকন ক্রিকেটারদের তোলা হবে না প্লেয়ার্স ড্রাফটে। সমঝোতার মাধ্যমে আগেই আইকন ক্রিকেটার চূড়ান্ত করে ফেলবে ফ্র্যাঞ্চাইজিগুলো।  

বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, অংশগ্রহণকারী সাত দলের আইকনরা হলেন-মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও সৌম্য সরকার।  
 
বিপিএলের চতুর্থ আসরে অংশ নিচ্ছে সাত দল। খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে। এবারের আসরে উদ্বোধনী অনুষ্ঠান নাও হতে পারে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে ইংল্যান্ড ক্রিকেট দল ঢাকা ছাড়বে ২ নভেম্বর। ইংল্যান্ড দলকে নিরাপত্তাদানে পূর্ন মনযোগ ধরে রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের একটি সূত্র।  

৪ নভেম্বর শুরু হয়ে ৭ অথবা ৮ ডিসেম্বর পর্দা নামবে বিপিএলের চর্তুথ আসরের।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।