হামজা চৌধুরী, বাংলাদেশ দলের জার্সি পরার আগেই যেন জাতীয় দলের সমার্থক হয়ে উঠেছেন ঝাঁকড়া চুলের ডিফেন্সিভ মিডফিল্ডার। সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে তিনি।
ভারতের শিলংয়ের একটি পাঁচ তারকা হোটেলে সোমবার আয়োজিত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ঘুরে-ফিরে আলোচনায় সেই হামজা চৌধুরীই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কোচ হাভিয়ের কাবরেরা এবং অধিনায়ক জামাল ভূঁইয়া।
হামজার অন্তর্ভুক্তি এবং এর ফলে দলের প্রতি বাড়তি প্রত্যাশা নিয়ে প্রশ্ন করা হলে অধিনায়ক জামাল ‘হামজা তো আসছেন...’ বলে একটু সময় নিলেন তিনি। বাকি সবার মতোই হামজাকে নিয়ে নিজের মনের ভাবনাগুলোই হয়তো গুছিয়ে নিচ্ছিলেন তিনি। এরপর বললেন, ‘এটা নিশ্চিতভাবেই আমাদের সবাইকে উজ্জীবিত করছে। আমিসহ সবাই এই ম্যাচে জিততে চাই। ’
ভারতের শিলংয়ে রোববার প্রায় সারাদিনই ছিল বৃষ্টি আর ঠাণ্ডা হাওয়া। আর আজ (সোমবার) সকালটা শুরু হলো রৌদ্রোজ্জ্বল। এর মধ্যে স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ ও ভারতের সংবাদ সম্মেলন আয়োজিত হয়।
সকাল থেকেই টিম হোটেলের বাইরে ছিল সাংবাদিকদের আনাগোনা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শতাধিক সংবাদকর্মী। প্রথমে প্রবেশ করেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া।
মঙ্গলবারের ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়তে চান বলে জানালেন জামাল। তিনি বলেন, ‘আগামী ম্যাচে আমরা জয় নিয়েই মাঠ ছাড়তে চাই। আমিসহ দলের সবাই একই মেন্টালিটি নিয়ে খেলবে। সবাই জয়ের জন্য মাঠে নামবে। বর্তমানে দলের যা অবস্থা, কোচের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে পারব। ’
ভারতে আসার পর থেকেই নানা অসহযোগিতার অভিযোগ বাংলাদেশ দলের। তবে আজ সেসব প্রশ্ন উড়িয়েই দিলেন কাবরেরা। শুধু ম্যাচেই মনোযোগ রাখতে চান তিনি। কাবরেরা বলেন, ‘যেসব হয়েছে সেসব এখন অতীত। এগুলো নিয়ে এখন আর কথা বলতে চাই না। এখন আমাদের মনোযোগ পুরোপুরি ম্যাচ ঘিরে। ’
ঘাসের মাঠে খেলা হলেও এতদিন বাংলাদেশ দলকে ভারতে অনুশীলন করতে হয়েছে টার্ফের মাঠে। আজ ম্যাচ ভেন্যুতে অনুশীলন করবে বাংলাদেশ। অনুশীলনের সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করতে চান কোচ কাবরেরা।
তিনি বলেন, ‘আগে যা হয়েছে তা নিয়ে ভাবছি না। আমরা আজ ম্যাচ ভেন্যুতে অনুশীলন করব। আজকের দিনের এই অনুশীলনের পুরোপুরি সদ্ব্যবহার করতে চাই আমরা। আমরা চাই যতটা সম্ভব নিজেদের মানিয়ে নিয়ে প্রস্তুত করতে। ’
সংবাদ সম্মেলনে আবারো ঘুরেফিরে আসে হামজা প্রসঙ্গ। হামজার ছোঁয়ায় কতটা বদলে যেতে পারে বাংলাদেশের খেলা। উত্তরে জামাল বলেন, ‘নিশ্চিভাবেই আমাদের খেলায় এখন অনেক পরিবর্তন আসছে। আমাদের দল এখন আগের চেয়ে অনেক ভালো অবস্থায় আছে। হামজা দারুণ ফুটবলার, এটা বলার অপেক্ষা রাখে না। তিনি বড় ভূমিকা পালন করবেন। এ ছাড়া দলের অন্য ফুটবলার যারা আছেন, তারাও ইমপ্যাক্টফুল। তাদের লেভেল যদি আপনারা চিন্তা করেন তারা ভারতের ফুটবলারদের চেয়ে পিছিয়ে নেই। ’
দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে ভারতের বিপক্ষে জয়ের দেখা পায়নি বাংলাদেশ দল। সবশেষ ২০০৩ সালে ভারতের বিপক্ষে জয় পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। আরও একটি বাংলাদেশ-ভারত দ্বৈরথের অপেক্ষা। এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। জয়ের জন্য স্বপ্ন বুনছেন দেশের ফুটবলপ্রেমীরা। কারণ, হামজা তো এসেছেন....। হামজা তো এসেই গেছেন।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
এআর/এমএইচএম