ঢাকা, বুধবার, ১২ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

ফুটবল

হামজার অভিষেক ম্যাচে বাংলাদেশের ড্র

আবীর রহমান, শিলং থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
হামজার অভিষেক ম্যাচে বাংলাদেশের ড্র

ম্যাচের শুরুতেই কিছু সহজ সুযোগ কাজে লাগাতে পারলে আজকের গল্পটা ভিন্ন হতে পারতো। ২০ বছরের বেশি সময় ধরে ভারতের বিপক্ষে জয়খরা কাটাতে পারতো বাংলাদেশ।

হামজা চৌধুরীর অভিষেক জয়ে রাঙা হতে পারতো। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে শিলংয়ের জওহার লাল নেহরু স্টেডিয়ামে আজ এমনই অনেক সম্ভাবনা গল্প ছিল। তুঙ্গে ছিল প্রত্যাশার পারদ। প্রত্যাশা পূরণ না হলেও আশাহত হতে হয়নি বাংলাদেশকে। ভারতের বিপক্ষে গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে হামজা-তপুরা।

শিলংয়ের জওহার লাল নেহরু স্টেডিয়ামে আজ দর্শক উপস্থিতি ছিল প্রায় ১৫ হাজার। ইন্ডিয়া.... ইন্ডিয়া... ধ্বনিতে মুখরিত স্টেডিয়ামকে শুরুতেই চুপ করিয়ে দিতে পারত বাংলাদেশ। হামজা চৌধুরী ম্যাচের শুরু মিনিটেই রাইট উইংয়ে লং বল বাড়ান মাঝ মাঠ থেকে। সেই বল পান ভারতের গোলরক্ষক বিশাল কাইথ। বিশালের ভুলে আবারও বল পান জনি। ফাঁকা গোলবারে জনির শট সাইডনেটে লাগে। এরপর প্রথমার্ধে গোল মিসের মহড়া দেয় বাংলাদেশ। সকালের সূর্য যেমন দিনের পূর্বাভাস বলে দেয় তেমনই এ মিস দিয়েই হয়তো বাংলাদেশের পুরো ম্যাচের চিত্রের পূর্বাভাস ছিল। প্রথমার্ধে আরও বেশ কিছু পরিষ্কার গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বদলে যাওয়ার আশা ছিল। ভারতের সঙ্গে সমান তালে লড়াই করলেও শেষ পর্যন্ত গোলের দেখা মেলেনি। বাংলাদেশ ভারতের গ্রুপে থাকা হংকং-সিঙ্গাপুরের ম্যাচটিও আজ ড্র হয়েছে। সেক্ষেত্রে চার দলের পয়েন্টই এখন সমান।

কোচ কাবরেরা আজ মূল একাদশে রাখেননি বাংলাদেশের অধিনায়ক জামাল ভূইঁয়াকে। ধারণা করা হচ্ছিল বদলি হিসেবে মাঠে নামানো হবে তাকে। তবে পুরো ম্যাচে বেঞ্চেই থাকতে হয়েছে তাকে। একাদশ নিয়ে আগে থেকেই ছিল বেশ আলোচনা। কাবরেরার এ সিদ্ধান্ত চমকে দিয়েছে অনেককেই।  

একের পরে এক গোল মিসের মহড়ার পর অনুমিত ভাবেই দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ভারত। ৪৭ মিনিটে লেফট উইং দিয়ে আক্রমণে যাচ্ছিলেন লিস্টন কোলাচো। তাকে পেছন থেকে এসে দারুণ এক ট্যাকল করেন হামজা চৌধুরী। সেখানেই আক্রমণ প্রতিহত করেন দেশের ফুটবলের এ বড় তারকা। এভাবেই পুরো ম্যাচে বাংলাদেশের রক্ষা কবচ হয়ে ছিলেন তিনি।  

৫৫ মিনিটে আবারও একই উইং দিয়ে লিস্টন ঢুকছিলেন আক্রমণে। মজিবুর রহমান জনি তাকে বাধা দিয়েও শেষমেশ বলের দখল নিতে পারেননি। শেষমেশ লিস্টন ক্রস করেন বাংলাদেশ বক্সে, তবে লাফিয়েও তার নাগাল পাননি সুনীল ছেত্রী। আজ হামজা বনাম ছেত্রীর যে লড়াইয়ের ধারণা করা হচ্ছিল ম্যাচে তেমন কিছুর দেখা মেলেনি। অবসর ভেঙে ফেরা সুনিল আজ নিজেকে মেলে ধরতে পারেননি।

ম্যাচের ৬১ মিনিটেও প্রথমার্ধের মতো ভারতের গোলরক্ষকের ভুলের সুযোগ নিতে পারনেনি জনি। বিশাল কাইথ আবারও ভুল করে বল তুলে দেন জনির পায়ে। তবে জনি শট বা ক্রস কোনোটাই করতে পারেননি, তার আগেই বল হারান। ৬৫ মিনিটে দুটি পরিবর্তন আনেন ভারত কোচ মানোলো মার্কেজ। মিডফিল্ডার উদান্ত ও আয়ুশের পরিবর্তে সুরেশ ও মহেশকে মাঠে নামান তিনি।

৬৮ মিনিটে হলুদ কার্ড দেখেন হৃদয়। আপুইয়াকে ফাউল করে হলুদ কার্ড দেখেন তিনি। ৭৮ মিনিটে মোরসালিন ও হৃদয়কে তুলে নেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। মাঠে আনেন দুই মিডফিল্ডার মোহাম্মদ সোহেল ও সোহেল রানাকে। ৮৪ মিনিটে আবারও সুযোগ পায় ভারত। এবারও হেডারের সুযোগ নষ্ট করেন ছেত্রী। এর পরের মিনিটেই ছেত্রীকে তুলে নেন ভারত কোচ। সঙ্গে ভারতের ম্যাচের সেরা ডিফেন্ডার শুভাশিসকেও তুলে নেওয়া হয়। মাঠে আনা হয় ফরোয়ার্ড ইরফান আর মিডফিল্ডার আশিককে। যোগ করা সময়ের প্রথম মিনিটে বাংলাদেশ সুযোগ পেয়েছিল। সে সুযোগটাও কাজে লাগানো হয়নি।  

‘উদ্ধারকারী জাহাজ হামজা’ আজ বাংলাদেশকে উদ্ধার করতে না পারলেও দলকে ডুবতে দেননি। স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন তিনি। ফিরতি লেগে ঘরের মাঠে ভারত বধের স্বপ্ন, এএফসি বাছাই পর্ব পার করে মূল পর্বে খেলার স্বপ্ন, দেশের ফুটবলের নবজাগরণের স্বপ্ন।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।