লম্বা বিরতির পরে জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ ইব্রাহীম। এএফসি এশিয়ার কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে নিজেকে মেলে ধরতে চান এই ফুটবলার।
আজ ভারতের শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামের গ্রাউন্ড টু তে অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেখানেই নিজের প্রস্তুতির কথা জানালেন এই ফুটবলার। তিনি বলেন, ‘দলের সবার অবস্থা ভালো। অনেকদিন পরে জাতীয় দলে ফিরেছি। সেরা একাদশে থাকতে পারলে অবশ্যই ভালো লাগবে। বদলি হিসেবেও যদি নামি চেষ্টা করব দলে ইম্প্যাক্ট রাখার। আসলে সব জায়গায় প্রতিযোগিতা থাকবে, সেই চ্যালেঞ্জ নিয়েই এতদূর আসা, বাকিটা আল্লাহর ইচ্ছা যদি খেলতে পারি। ’
এর আগেও ভারতের বিপক্ষে খেলেছেন ইব্রাহীম। ২০১৯ সালে ভারতের বিপক্ষে ম্যাচে গোল করতে পারেননি তিনি। এবার বাংলাদেশের হয়ে গোল করে সেই আক্ষেপ ঘোচাতে চান তিনি। ইব্রাহীম বলেন, ‘ভারতের বিপক্ষে সল্টলেকে যে ম্যাচটা হয়েছিল ২০১৯ সালে, আমি সেই ম্যাচেও ছিলাম। এবারও দলের সঙ্গে আছি। ব্যক্তিগত লক্ষ্য হলো সেবার গোল করতে পারিনি, আশা করি এবার গোল করে নিজেকে আত্মতৃপ্তি দেব। ’
‘আসলে গোল করাটা পুরোপুরি টিম ওয়ার্কের ওপর নির্ভর করে। সুযোগ পেলে সবাই গোল করার চেষ্টা করবে। আমাদের প্রথম লক্ষ্য থাকবে যে, ভালো করা, কোচ যে পরিকল্পনা করছেন সেটা নিয়ে কাজ করতে পারছি কি না,’ যোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
এআর/এমএইচএম