ঢাকা, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইনসাফ ভিত্তিক দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জামায়াতের আমিরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
ইনসাফ ভিত্তিক দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জামায়াতের আমিরের

চট্টগ্রাম: ইনসাফ ও কল্যাণমূলক রাষ্ট্র গঠন ছাড়া সুশাসন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী।  

বৃহস্পতিবার (২০ মার্চ) চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) চট্টগ্রাম শাখার উদ্যোগে জিইসি মোড়ে একটি রেস্টুরেন্টে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতারের আয়োজন করা হয়।

সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

শাহজাহান চৌধুরী বলেন, আমরা এমন একটি দেশ গঠন করতে চাই, যেখানে সবার সমান অধিকার থাকবে।

সমান আইন পাওয়ার অধিকার থাকবে। ধনী-গরীব, প্রভাবশালী এসবের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না।

‘আমাদের স্বপ্ন একটি সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে প্রতিটি নাগরিকের জন্য ন্যায়বিচার নিশ্চিত হবে। সমাজের প্রতিটি স্তরে বৈষম্যের অবসান ঘটিয়ে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যেখানে জন্ম, অর্থনৈতিক অবস্থা বা সামাজিক অবস্থানের কারণে কেউ অবহেলিত হবে না’ যোগ করেন তিনি।  

সভায় প্রধান আলোচক ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের শরীহ বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গিয়াস উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এনডিএফ চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ডা. খায়রুল আনোয়ার, এনডিএফের কেন্দ্রীয় সেক্রেটারি ডা. মো. মোস্তাফিজুর রহমান ও যুগ্ন সাধারণ সম্পাদক ডা. ফুয়াদ আল হাসানাত।

ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন গিয়াস উদ্দিন তালুকদার। অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের ডাক্তার ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।