বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শাখার আয়োজনে উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, প্রবন্ধ ও কবিতা লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দিনব্যাপী ঐতিহ্যবাহী হাজারদুয়ারি নামে পরিচিত নাটুদা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান রতন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টা ও কালের কণ্ঠের দামুড়হুদা উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান।
প্রধান অতিথি মাকসুদুর রহমান রতন বলেন, ‘শুভ কাজে সবার পাশে বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা শুভসংঘ দামুড়হুদা উপজেলা শাখা শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা, মিডডে মিল, মাদরাসার অসহায় দরিদ্র শিক্ষার্থীদের ঈদের পোশাক বিতরণ, অসহায়-দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ, রমজান মাসে ইফতারি বিতরণসহ বিভিন্ন কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ঐতিহ্যবাহী নাটুদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন, কবিতা-লেখা ও প্রবন্ধ লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ’
অনুষ্ঠানের সভাপতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, ‘ফেব্রুয়ারি মাসে এমন একটি আয়োজন করায় বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ। এমন প্রতিযোগিতা নতুন প্রজন্ম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে জানতে পারবে। ’ এ ছাড়া এমন একটি প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী নাটুদা মাধ্যমিক বিদ্যালয়কে বেছে নেওয়ার জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান তিনি।
তিনি আরো বলেন, ‘পত্রিকায় ঐতিহাসিক এই বিদ্যালয়ের প্রতিবেদন প্রকাশ করায় সারা দেশে বিদ্যালয়ের নামটি ছড়িয়ে পড়ে, তেমনিভাবে ওই বিদ্যালয়ে এই প্রতিযোগিতার আয়োজন করায় দেশের মানুষ বিদ্যালয়ের নামটি আরো একবার মনে করিয়ে দেবে। ’
অনুষ্ঠানের অনুভূতি ব্যক্ত করে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মায়া খাতুন বলে, ‘এমন আয়োজন আমাদের বিদ্যালয়ে হয়নি। আমি কী বলব, বলার ভাষা খুঁজে পাচ্ছি না, এমন প্রতিযোগিতায় শুপ্ত মেধা প্রকাশ পাবে। আমরা অনেক কিছু জানতে পারব, আমাদের মেধাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারব। ’
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের সাংগঠনিক সম্পাদক আবুবকর মাস্টার, সদস্য শেখ হাতেম। প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দামুড়হুদা উপজেলা শিক্ষক ফোরামের সভাপতি হযরত আলী।
বিচারকের দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হযরত আলি, মতিউর রহমান, মনোয়ারা খাতুন, রাজিয়া সুলতানা ও জাহানারা খাতুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শুভসংঘের অর্থ সম্পাদক নওশাদ আলী, সদস্য আক্তারুজ্জামান বাবুল, শাখাওয়াত হোসেন, শেখ হাতেম, শফিউল আজম শফি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘের সদস্য আক্তারুজ্জামান আক্তার।
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের সভাপতি বিশেষ কারণে উপস্থিত থাকতে না পারলেও সুন্দরভাবে অনুষ্ঠান শেষে করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
নিউজ ডেস্ক