ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

পটুয়াখালী সরকারি মহিলা কলেজে বসুন্ধরা শুভসংঘের পাঠাগার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
পটুয়াখালী সরকারি মহিলা কলেজে বসুন্ধরা শুভসংঘের পাঠাগার উদ্বোধন শুভসংঘের পাঠাগার উদ্বোধন

পটুয়াখালী: বই পড়ার অভ্যাস গড়ে তুলে আলোকিত মানুষ তৈরি করার লক্ষ্যে পটুয়াখালী সরকারি মহিলা কলেজে বসুন্ধরা শুভসংঘের পাঠাগার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে এ পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বসুন্ধরা শুভসংঘের জেলা সমন্বয়কারী সাইমুন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. মোদাচ্ছের বিল্লাহ।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইতিহাস বিভাগের প্রধান মো. নাজমুল করিম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান মো. হাসান মিয়া, সহকারী অধ্যাপক মো. ফারুক হোসেন এবং ইংরেজি বিভাগের প্রভাষক মো. সাইদুর রহমান সগির।

বসুন্ধরা শুভসংঘের জেলা সমন্বয়কারী সাইমুন রহমান বলেন, আমরা চাই শিক্ষার্থীরা পাঠের মাধ্যমে নিজেদের জীবন আলোকিত করুক। পাঠাগারে ৭০০ বই রয়েছে, যা পাঠকদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডেইলি সানের জেলা প্রতিনিধি আবদুল কাইউম, পটুয়াখালী বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক আবু আফফান, কর্মপরিকল্পনা সম্পাদক সিয়াম আহমেদ, কলেজ শাখার সভাপতি আফরোজা আক্তার, সহ-সভাপতি সুমাইয়া নদী, সাধারণ সম্পাদক দিবা দাস, সাংগঠনিক সম্পাদক তুলি, সহ-দপ্তর সম্পাদক হিরা, সহ-সাংস্কৃতিক সম্পাদক আছিয়া, সদস্য তামান্না ও পূজা রায়।  

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ শাখার সভাপতি আফরোজা আক্তার।

অধক্ষ্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জ্ঞান অর্জনের সেরা উপায় হলো বই পড়া। আমি ব্যক্তিগতভাবে এই পাঠাগারে ১০০টি বই দেব। পাঠাগারের বইগুলো তোমাদের মেধা বিকাশে সহায়ক হবে। কর্মজীবনে প্রবেশের পর দেখবে, পাঠ থেকে অর্জিত জ্ঞান জীবনের নানা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে।

অধ্যক্ষ আরও বলেন, দেশে অনেক বড় প্রতিষ্ঠান থাকলেও শিক্ষাক্ষেত্রে বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘের অবদান সত্যিই প্রশংসনীয়। তারা শুধু পাঠাগার স্থাপনেই থেমে থাকেনি; অসহায় শিক্ষার্থীদের সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে।

উল্লেখ্য, ২০২৪ সালে বই পড়ার অভ্যাস তৈরি ও জ্ঞানের পরিধি বিস্তারের লক্ষ্য নিয়ে বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী সরকারি মহিলা কলেজে এ পাঠাগার স্থাপনের সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।