ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ পটিয়া শাখার উদ্যোগ অসহায় মনির পেলেন সহায়তা 

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
বসুন্ধরা শুভসংঘ পটিয়া শাখার উদ্যোগ অসহায় মনির পেলেন সহায়তা 

পটিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মনির আহমেদ। সম্প্রতি স্ট্রোক করে শরীরের বাম পাশ  প্রায় অবশ হয়ে যায়।

চিকিৎসায় প্রায় অনেক টাকা খরচ হয়ে যায় তার। কিন্তু সংসারের একমাত্র এই উপার্জনক্ষম মানুষটি কাজ করতে না পারায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে অর্ধাহারে, অনাহারে দিনযাপন করছে অসহায় এই মানুষটি। অর্থাভাবে চিকিৎসাটুকুও করাতে পারছেন না এখন ঠিকভাবে ।  

সম্প্রতি অসহায় মনির আহমেদ এর পাশে এসে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ পটিয়া শাখা। বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয় তাকে। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শখার সভাপতি এস এম এ জুয়েল, পটিয়া শাখার উপদেষ্টা মোঃ সাইফুদ্দিন, আহমেদ সগীর, সাধন দত্ত, মহিউদ্দিন, সদস্য মাসুদ চৌধুরী, মোঃ মঞ্জুর হোসেন, মোঃ লোকমান, মোঃ বেলাল, আবদুল মুজিব, নুরুল আবছার, আজগর আলী প্রমুখ।

বসুন্ধরা শুভসংঘ পটিয়া উপজেলা শাখার সভাপতি মো. সাইফুদ্দিন  বলেন, শুভ কাজে সবার পাশে এ প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে শুভসংঘ। পটিয়ায় এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা সব সময় শুভ কাজ করে যাবো। অসহায় মানুষের সহায় হয়ে এই সমাজ উন্নয়নে ভূমিকা রাখব আমরা।

আর্থিক সহায়তা পেয়ে অসহায় মনির আহমেদ শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অসুস্থতা জনিত কারণে স্ত্রী ও সন্তান নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছি। কোনো কাজ করতে পারি না। মেয়েগুলোকে তিন বেলা ভালোভাবে খেতে দিতে পারি না। আপনারা আমাদের খোঁজ নিলেন, অর্থ সহায়তা দিলেন। আল্লাহ আপনাদের ভালো করবেন। কথাগুলো বলতে বলতেই চোখ দিয়ে পানি পড়তে লাগল অসহায় এই মানুষটির।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ