ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

অসহায় নারীদের পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ বশেমুরকৃবি শাখা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
অসহায় নারীদের পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ বশেমুরকৃবি শাখা

গ্রামের মেঠোপথ ধরে যখন সকালের সূর্যটা আলো ছড়াচ্ছিল, তখনই বসুন্ধরা শুভসংঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) শাখার একদল তরুণ মনের উচ্ছ্বাস নিয়ে এগিয়ে চলেছিলেন মানবতার সেবায়। বেঁচে থাকতে প্রতিনিয়ত যাদের সংগ্রাম করতে হয় তাদের পাশে দাঁড়াতে এই ছুটে চলা।

সঙ্গে চাল, ডাল, তেল, লবণের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। বসুন্ধরা শুভসংঘের উপহার পেয়ে তাদের মুখে ফুটে ওঠে একটুকরো হাসি।

সোমবার (১৪ জানুয়ারি) বসুন্ধরা শুভসংঘ বশেমুরকৃবি শাখার অসহায় পাঁচ পরিবারের নিকট খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বশেমুরকৃবি শাখার সহ সভাপতি মাহবুব হাসান, সাধারণ সম্পাদক মেহেনাজ আক্তার মীম, কোষাধ্যক্ষ প্রসেনজিৎ রায়।  

বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ মানবতার এক উজ্জ্বল অধ্যায় রচনা করে। যেখানে প্রতিটি অনাহারী পেট ভরানোর দৃশ্য এক একটি কবিতার মতো বেঁধে দেয় ভালোবাসার সুর।

বসুন্ধরা শুভসংঘের তরুণরা তাঁদের এই কাজের মাধ্যমে শুধু খাদ্যই নয়, দিয়েছেন সান্ত্বনা ও আশা, যা হতাশার আঁধারে আলোর প্রদীপ হয়ে জ্বলবে।

আয়োজন শেষে বসুন্ধরা শুভসংঘ বশেমুরকৃবি শাখার সহ সভাপতি মাহবুব হাসান বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু সাহায্য করা নয়, বরং বিশ্ববিদ্যালয়ের আশেপাশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে একটুখানি হাসি ফোটানো। সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা সবসময় অসহায় ও দুস্থদের পাশে থাকার চেষ্টা করবো যেন সবাই একসাথে ভালো থাকতে পারি। ’

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।