ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

কোটচাঁদপুরে বাল্যবিয়ে রোধে বসুন্ধরা শুভসংঘের কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
কোটচাঁদপুরে বাল্যবিয়ে রোধে বসুন্ধরা শুভসংঘের কর্মসূচি

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাল্যবিবাহ রোধে সচেতনতা তৈরিতে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে ছাত্রীদের মাধ্যমিকের পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই আয়োজনে প্রশ্নোত্তর পর্বও ছিল। পরে পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে বসুন্ধরা শুভসংঘের কোটচাঁদপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রায় দুই শতাধিক ছাত্রী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা শাখা বসুন্ধরা শুভসংঘের সভাপতি কবি ও কথাসাহিত্যিক চঞ্চল শাহরিয়ার। বক্তব্য দেন উপজেলা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক ও কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহক আলী, সহকারী প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবির, সংগীত পরিচালক, গীতিকার ও কণ্ঠশিল্পী ইউনূস আলী মোল্লা, কোটচাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও শুভসংঘের উপদেষ্টা কাজী মৃদুল, শুভসংঘের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া।

ছাত্রীদের মধ্য থেকে বক্তব্য দেয় কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির নোহনা তাহসিন।
বসুন্ধরা শুভসংঘ কোটচাঁদপুর উপজেলা শাখার সভাপতি চঞ্চল শাহরিয়ার বলেন, ‘বাল্যবিবাহ একটি সামাজিক অন্যায়। এ থেকে পরিত্রাণ পেতে হলে তোমাদের সচেতন হতে হবে। তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

বাল্যবিবাহের কুফল সম্পর্কে তোমাদের আগে বুঝতে হবে। আর এ কুফল অনুধাবন করতে পারলেই তোমাদের দ্বারা সমাজ উপকৃত হবে, বাল্যবিবাহ ধীরে ধীরে কমে আসবে। ’

বসুন্ধরা শুভসংঘের কোটচাঁদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইসাহক আলী বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ একটি অরাজনৈতিক সংগঠন। সারা দেশে এ সংগঠনটি গণসচেনতামূলক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় মানুষের সাহায্যসহ তাদের স্বনির্ভর করে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে, বসুন্ধরা শুভসংঘের মাধ্যমের হতদরিদ্রদের মাঝে কোটচাঁদপুরে আমরা কম্বল বিতরণ, গরীব ছাত্রছাত্রীর মাঝে স্কুলের ব্যাগ বিতরণসহ ভর্তি ও বই কেনার অর্থও বিতরণ করেছি।

আজ শুভসংঘ এসেছে তোমাদের মাঝে। বাল্যবিবাহ সমাজের কত বড় সর্বনাশ ডেকে আনে তা শুভসংঘের বক্তাদের মাধ্যমে বিশদভাবে জানতে পারলে। আমরা চাই, এখন থেকে বাল্যবিবাহের বিরুদ্ধে তোমরই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করতে পারবে এবং করবে। ’

কোটচাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও বসুন্ধরা শুভসংঘ কোটচাঁদপুর শাখার উপদেষ্টা, সাংবাদিক কাজী মৃদুল বলেন, ‘অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে আমাদের মেয়েদের পড়ালেখা করতে হয়। সামাজিক কুসংস্কার ও দারিদ্রতাসহ নানাবিধ কারণে মাধ্যমিকের গণ্ডি পেরোনোর আগেই মেয়ে শিক্ষার্থীরা ঝড়ে পড়ে। তাদের বয়স ১৮ হওয়ার আগেই বাল্যবিবাহের শিকার হতে হয়। আমাদের সবাইকে সামাজিক সচেতনতা ও সাহায্য-সহযোগিতার মাধ্যমে নারীদের শিক্ষিত করতে হাতে হাত রেখে কাজ করতে হবে। ’

বক্তব্য শেষে প্রশ্নোত্তর পর্বে বিজয়ী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।