ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বগুড়ায় বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা অভিযান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
বগুড়ায় বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা অভিযান

বগুড়া শহরের বিভিন্ন এলাকায় কিছু অসচেতন মানুষ যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে রাখছে। এর ফলে শহরের পরিবেশদূষণের পাশাপাশি পৌর কর্তৃপক্ষকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে।

মানুষ সচেতন না হলে কিংবা বহুদিনের পুরনো অভ্যাস পরিবর্তন না করলে জনদুর্ভোগ দূর করা কঠিন হয়ে পড়বে।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) শহরবাসীকে সচেতন করার লক্ষ্যে বগুড়া জেলা শুভসংঘের উদ্যোগে শহরের কয়েকটি স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

অভিযানের পর ময়লা-আবর্জনা না ফেলার নির্দেশনাসংবলিত ব্যানার স্থাপন করা হয়।
বগুড়া শহরের জলেশ্বরীতলার মসজিদের দক্ষিণ পাশে তিন রাস্তার মোড়ে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা হতো। এতে স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা দুর্গন্ধে ভোগান্তির শিকার হতেন। শুভসংঘের সদস্যরা এই জায়গাটিকে পরিষ্কার করার উদ্যোগ নেন।

স্থানীয় মুদি দোকানদার রফিকুল ইসলাম বলেন, অনেক দিন যাবৎ আবর্জনার কারণে দোকানে বসে ব্যবসা করতে সমস্যা হতো। আজকের এই উদ্যোগে একটি বড় সমস্যার সমাধান হলো।

স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন জানান, এই জায়গাটি আমার বাড়ির সামনে হওয়ায় দরজা খুললেই দুর্গন্ধ ভেতরে ঢুকে যেত। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগের জন্য আমি কৃতজ্ঞ।

শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, আমার এখানে পড়াশোনার জন্য শহরের বিভিন্ন এলাকা থেকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা আসেন। তারা প্রায়ই এই আবর্জনার বিষয়ে অভিযোগ করেছেন। আজকের উদ্যোগে এই সমস্যা সমাধান হওয়ায় আমি শুভসংঘের প্রতি কৃতজ্ঞ।

ফাস্ট ফুড ব্যবসায়ী মো. সবুজ মিয়া জানান, আবর্জনার স্তূপটি আমার দোকানের পাশে থাকায় ব্যবসা করতে সমস্যা হতো। দুর্গন্ধের কারণে মানুষ খেতে আসতে চাইত না। আজকের উদ্যোগের জন্য আমি ধন্যবাদ জানাই।

শহীদ জব্বার ক্লাবের উত্তর পাশে মিল্লাত প্লাজার সামনেও পরিচ্ছন্নতা অভিযান চালায় শুভসংঘ। ওই এলাকার পথচারী নুরুল ইসলাম বলেন, শহরের মূল কেন্দ্রে যাওয়ার পথে দুর্গন্ধের কারণে চলাফেরা করা কঠিন ছিল। আজকের উদ্যোগের ফলে এই ভোগান্তি দূর হবে।

বসুন্ধরা শুভসংঘ বগুড়া জেলা শাখার এই কার্যক্রমে অংশ নেন স্থানীয় বাসিন্দা আজাদ হোসেন এবং শুভসংঘের সহ-সভাপতি গোলাম রাব্বানী, কামরুল হাসান সজিব, সাধারণ সম্পাদক আশফাক উর রহমান চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান সিদ্দিকী সজল, আবু সুফিয়ান সফিন, সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হাসেন সিদ্দিকী সিয়াম, অর্থ সম্পাদক সোহাগ মণ্ডল, প্রচার সম্পাদক নাহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক জুনায়েদ ইসলাম সার্জিল, নাজমুল, শিহাবসহ আরো অনেকে।

শুভসংঘের এই উদ্যোগ শহরের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।