ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

ছিন্নমূল মানুষের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাবার বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
ছিন্নমূল মানুষের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাবার বিতরণ

‘কেউ মরে বিল ছেঁচে কেউ খায় কই’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর প্রবন্ধের এ উক্তিটি সমাজে নিত্যদিনের ব্যাপার। উচ্চ শ্রেণির ব্যক্তিবর্গের অথিতিপরায়ণে থেকে যাওয়া খাবার ময়লার স্তূপে ঠাঁই মিললেও পায় না পথশিশু ও হতদরিদ্র জনগোষ্ঠী।

বিয়ে বাড়ির বেঁচে যাওয়া খাবারও এখন বিক্রি করা হচ্ছে। ঝুটা খাবার থেকেই পেটের ক্ষুধা নিবারণের চেষ্টা করে ওরা।

বসুন্ধরা শুভসংঘ আনন্দমোহন কলেজ ময়মনসিংহ শাখার বন্ধুরা অন্তত একবেলা এসব ছিন্নমূল মানুষের হাতে ভালো মানের খাবার তুলে দিতে চাইলেন। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওভার ব্রিজ এলাকার পথশিশু ও হতদরিদ্র বৃদ্ধ মহিলাদের মধ্যে খাবার বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ আনন্দমোহন কলেজ শাখা।  

বসুন্ধরা শুভসংঘ আনন্দমোহন কলেজ ময়মনসিংহ শাখার সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিন এর নেতৃত্বে, শিক্ষার্থী উপদেষ্টা মাশায়েদ হোসেন রিফাত এর পরিচালনায় খাবার বিতরণে উপস্থিত ছিলেন সদস্য নূর মোহাম্মদ শৈশব ও স্বচ্ছ দে। সার্বিক সহযোগিতায় ছিলেন সহ-সভাপতি জিহাদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক টিটু, সহ সাংগঠনিক সম্পাদক রাফিউল হাসান তানভীর আইন বিষয়ক সম্পাদক মোছা: তায়্যিবা আক্তার, স্বাস্থ্য ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সিফাতুন নাহার জাফরিন, প্রচার সম্পাদক মো: মেহেদী হাসান, সহ প্রচার সম্পাদক সানজিদা আক্তার নিলা, সহ নারী বিষয়ক সম্পাদক দেবস্মিতা সরকার বন্যা, কার্যকারী সদস্য পূর্ণতা পালসহ সংগঠনের সদস্যবৃন্দ।

আনন্দমোহন কলেজ শাখার সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিন বলেন, শুভসংঘ আমাদের মানবিক হতে শেখায়, ভালো কাজের দীক্ষা দেয়। আমরা যে কার্যক্রম চালিয়ে যাচ্ছি তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি। বিত্তবানদের উচিত মানুষের কল্যাণে আরও বেশি  কাজ করা। সবাই মিলে এগিয়ে আসলে ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।