ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

খুলনায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
খুলনায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা

উন্নত ও বিশ্ব নেতৃত্বদানকারী দেশগুলো বিজ্ঞানের উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। অন্যদিকে, আমাদের দেশের শিক্ষার্থীরা ধীরে ধীরে বিজ্ঞান বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলছে।

এর অন্যতম কারণ হলো বিজ্ঞানভীতি। শিক্ষার্থীরা মূকস্থ ভিত্তিক ও নিরানন্দ পদ্ধতিতে বিজ্ঞান শেখায় পিছিয়ে পড়ছে।

এই পরিপ্রেক্ষিতে খুলনা জেলা বসুন্ধরা শুভসংঘ শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা।
নগরীর মডার্ন ফার্নিচার মোড়ে অবস্থিত ফিজিকস গ্যালারিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার প্রথম পর্বে শিক্ষকমণ্ডলী শিক্ষার্থীদের মাঝে “আনন্দে শিখি বিজ্ঞান” শিরোনামে বিজ্ঞান ও গণিতের বিভিন্ন কলা-কৌশল শেখান।

এরপরে শিক্ষার্থীদের জন্য “কি-কেন-কিভাবে?” শিরোনামের ব্যবহারিক ক্লাস নেওয়া হয়। এই ক্লাসে মজা করে এবং বাস্তব উদাহরণ ব্যবহার করে বিজ্ঞান শেখার পদ্ধতি শেখানো হয়, যা মূকস্থ করার প্রয়োজনীয়তা কমায়।
দ্বিতীয় পর্বে ছিল প্রশ্নোত্তর প্রতিযোগিতা। এতে শিক্ষার্থীরা দুই ধাপে অংশ নেন।

প্রথমে ছোট প্রশ্নের ওপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, তারপর নেওয়া হয় মৌখিক কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ী প্রথম ১০ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান।

বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা সভাপতি বিপুল কান্তি চৌধুরীর তত্ত্বাবধানে এই বিজ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, “আমরা আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা করছি।

ভবিষ্যতে বিজ্ঞান মেলা বা প্রদর্শনীর আয়োজন করার ইচ্ছে রয়েছে। এতে শিক্ষার্থীদের বিজ্ঞানভীতি কমবে এবং তারা বিজ্ঞান বিষয়ে আরও আগ্রহী হবে। ”

বিজয়ী শিক্ষার্থী ইমি জানান, “এটি খুবই ভালো একটি উদ্যোগ, যা জ্ঞানের পরিধি বাড়িয়ে দেয়। ” আরেক বিজয়ী তূর্য বলেন, “এ ধরনের প্রতিযোগিতা পড়াশোনার আগ্রহকে বহুগুণ বাড়িয়ে তোলে। ”

প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বসুন্ধরা শুভসংঘের সহসভাপতি প্রভাষক দয়াল কৃষ্ণ সানা, সহসভাপতি মনিরা আক্তার, সদস্য শিক্ষক সাইফুল ইসলাম, শিক্ষক আব্দুর রাজ্জাক, ফকিরহাট উপজেলা সভাপতি অনিমেষ মজুমদার, সনৎ ঘরামী, এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা সৌমেন কুন্ডু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।