ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার উদ্যোগে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার উদ্যোগে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট 

বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে অংশ নেন বসুন্ধরা শুভসংঘের সদস্য এবং সাধারণ শিক্ষার্থীরা।

 

উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার সভাপতি মো. ইকবাল হোসেন শিহাব, সহ সভাপতি আরিয়ান ফয়সাল, সহ সভাপতি হাসানুল বান্নাহ, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, দপ্তর সম্পাদক ইউসুফ আবদুল্লাহ, প্রচার সম্পাদক মিরাজ বেপারি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, মৃদুল মাহমুদ, আব্দুল আজিজসহ আরো অনেকে।  
 
বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার সভাপতি মো. ইকবাল হোসেন শিহাব বলেন. মহান বিজয় দিবস আমাদের জাতির গৌরবময় অর্জন। বিজয়ের মাসে আমাদের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

সহ সভাপতি আরিয়ান ফয়সাল বলেন, শহীদের স্মৃতিচারণে আমাদের এই আয়োজন। ১৯৭১- এ পাকিস্তানি হানাদারদের হটিয়ে যে সকল ক্রীড়া ব্যক্তিত্ব এদেশের বিজয় ছিনিয়ে এনেছিলেন আজকের টুর্নামেন্টটি তাদের স্মরণে উৎসর্গ করছি।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।