সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হাওর সংলগ্ন বেড়িবাঁধ থেকে রাসেল মিয়া (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নলুয়ার হাওরের সালদিকা সাতাছাপড়ি বিলের পাশের বেড়িবাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, বেড়িবাঁধে মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সালদিকা গ্রামের বাসিন্দা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইকবাল হোসেন জানান, মরদেহে রক্তের দাগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
এসআই