হবিগঞ্জের চুনারুঘাটে গায়ে ধাক্কা লাগার জেরে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে (পাগল) লাঠিপেটার অভিযোগে বাবা-ছেলে চারজনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
রোববার (১৬ মার্চ) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ওই চার ব্যক্তির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
আসামিরা হলেন- চুনারুঘাট উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়নে আসামপাড়া গ্রামের আব্দুল মোতালিব, তার তিন ছেলে বকুল মিয়া, মকুল মিয়া ও শেকুল মিয়া।
এদিন দৈনিক মানবজমিনের চুনারুঘাট উপজেলা প্রতিনিধি নুরুল আমীন স্বপ্রণোদিত হয়ে আদালতে মামলা দায়ের করলে বিচারক শুনানি শেষে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
রোববার দুপুরে বাংলানিউজকে এসব তথ্য দিয়েছেন ফি ব্যাতীত বাদীপক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী ও দৈনিক কালের কণ্ঠের হবিগঞ্জ প্রতিনিধি শাহ ফখরুজ্জামান।
এর আগে গত বৃহস্পতিবার (১৩ মার্চ) গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজরে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে চারজন মিলে বেধড়ক লাঠিপেটা করেন। পরে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা, কাপড়চোপর ও খাবার দেয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বাংলানিউজকে জানান, আসামপাড়া বাজারের বাসিন্দা মাস্টার আব্দুল মোতালিবের সঙ্গে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির গায়ে ধাক্কা লাগে। এতে মোতালিব মাটিতে পড়ে যান। পরে মোতালিব ও তার ছেলে ব্যবসায়ী বকুল মিয়া, মুকুল মিয়া ও শেকুল মিয়া মিলে তাকে বেধড়ক লাঠিপেটা করেন।
মারধরে আহত ব্যক্তির চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারধর করা কাউকে পায়নি। তবে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।
বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
এসআরএস