চাঁদপুর: একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সব ইসলামিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ।
হেফাজত ইসলাম বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ আহ্বান জানানো হয়।
সোমবার (১৭ মার্চ) চাঁদপুর প্রেসক্লাব ভবনের নিচতলায় এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক ও ধর্মীয় সংগঠনের শীর্ষ নেতা এবং জেলার শীর্ষ আলেম ওলামারা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
তিনি বলেন, ১৭ বছরে স্বৈরাচারী সরকারের সবচাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে হেফাজতে ইসলাম। এক শাপলা চত্বরের ঘটনা ইতিহাসে নিকৃষ্টতম উদাহরণ হয়ে থাকবে। আমাদের ওপর যে জুলুম নির্যাতন হয়েছে, সেটি অন্য কারো ওপর হয়নি। তাই স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের এদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না। জুলাই অভ্যুত্থানে যারা আন্দোলন সংগ্রাম করেছে এবং আমাদের যে সব সন্তান শহীদ হয়েছে, তাদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। এখন যারা সেই স্বৈরাচার আওয়ামী লীগের প্রতি মায়া দেখাচ্ছেন, তাদের সতর্ক করে দিচ্ছি।
তিনি বলেন, ইসলামকে ব্যবহার করে আর কেউ যেন ক্ষমতায় বসতে না পারে। হেফাজতে ইসলাম কারো ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার হবে না। আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ইসলামী দলসহ সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করে। যে কোনো সংকট মুহূর্তে দেশের স্বার্থে ও ইসলামের স্বার্থে অভিভাবকের ভূমিকা পালন করে আসছে।
একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সব ইসলামিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান এবং প্রফেসর আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য দেন- চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন জিহাদী, জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, জেলা জামায়াতের নায়েবে আমির মাসুদুল ইসলাম বুলবুল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল।
বক্তারা বলেন, হেফাজতে ইসলাম যদিও রাজনৈতিক দল না, তবে সব রাজনৈতিক দলের অভিভাবক। যেহেতু এদেশের প্রতিটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা মুসলিম, সেহেতু এ দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে কোনো বাধা থাকার কথা না। এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হলে সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ আমরা যেভাবে এক কাতারে বসে ইফতারে অংশ নিয়েছি, আগামীতে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন- হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলার সহ-প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি নূরে আলম, পৌর শাখার সহ-সভাপতি মাওলানা ইয়াসিন, হাজিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোস্তফা হাবিব, কচুয়া উপজেলার সেক্রেটারি সম্পাদক মুফতি শাহজালালসহ অনেকে।
এসময় উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল সালাম, মুফতি শাহাদাত হোসেন কাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমেদ, মুফতি আবুল কালাম, প্রচার সম্পাদক হাফেজ রশিদ আহমে, সমাজকল্যাণ সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইম, জেলা ইমাম পরিষদের কোষাধ্যক্ষ মুফতি জাফর আহমেদ, হেফাজতে ইসলাম চাঁদপুর পৌর শাখার সহ-সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল মাদানী, সাধারণ সম্পাদক মাওলানা তারেক হাসান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা জসিম মাহাদী, অর্থ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি শহীদুল্লাহ, সদর উপজেলার সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আহসান উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মুফতি আশেক এলাহী, সহ-প্রচার সম্পাদক হাফেজ কারী শরিফুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা নেছার আহমেদসহ অনেকে।
আলোচনা সভা শেষে ইফতারের আগে মোনাজাতে দেশ এবং দেশের মানুষের কল্যাণে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
এসআই