ঢাকা, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৫ মার্চ ২০২৫, ০৪ রমজান ১৪৪৬

জাতীয়

কয়েলের আগুনে পুড়লো ৩ ঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
কয়েলের আগুনে পুড়লো ৩ ঘর

বরিশাল: বরিশাল নগরে মশার কয়েলের আগুনে পুড়েছে তিনটি বসত-ঘর। এর মধ্যে একটি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে।

বুধবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরের চাঁদমারী ইসলামী ব্যাংক হাসপাতালের পেছনের ঘর তিনটিতে ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটে।

বরিশাল সদর ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, মশার কয়েল থেকে ওই এলাকার রিয়াজ হোসেন নামের এক ব্যক্তির ঘরে আগুনের সূত্রপাত ঘটে।

তীব্রতা বেড়ে গিয়ে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় পুরো ঘর। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের আরও দু’টি ঘরে।

পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের আধঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ১০ লক্ষ টাকার মালামাল ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।