ঢাকা: ইফতারের আগে রাজধানীর মালিবাগ ও এলিফ্যান্ট রোডে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মালিবাগে বাস চাপায় নিহত হন পলাশ মোল্লা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৫টা ও সাড়ে পাঁচটার দিকে পৃথক দুর্ঘটনা দুটি ঘটে। গুরুতর অবস্থায় পলাশ ও মান্নান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা ৭টার দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পলাশ মোল্লাকে হাসপাতালে নিয়ে আসা সৈয়দ জুলফিকার ও মো. ফয়সাল নামে দুই পথচারী জানান, মালিবাগ-মগবাজার ফ্লাইওভারের মালিবাগ চৌধুরীপাড়া ঢাল দিয়ে নামার সময় ভিক্টর পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহী পলাশ মোল্লাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ বাসের নিচে আটকে পড়েন তিনি। তখন পথচারীরা মিলে তাকে বাসের নিচ থেকে বের করে স্থানীয় কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা বাসটি জব্দ করেছে এবং বাসের চালককে গণপিটুনি দিয়েছে।
নিহতের ভাতিজা রেজওয়ান শরীফ জানান, পলাশের বাড়ি নড়াইলের কালিয়া থানার চর-বল্লাহাটি গ্রামে। বাবার নাম আক্তার মোল্লা। তার দুটি ছেলে মেয়ে আছে। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে থাকেন। মতিঝিলে বিনিময় মানি এক্সচেঞ্জ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার।
এলিফ্যান্ট রোডে নিহত আব্দুল মান্নানের বাড়ি গাইবান্ধার সদর উপজেলার পলাশপাড়া গ্রামে। থাকতেন রাজধানীর জিগাতলা তল্লাবাগ রোডে। এলিফ্যান্ট রোডে পেন্টাগন টেইলর্স নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন তিনি।
সোয়েব হোসেন জিতু নামে মান্নানের এক পরিচিত জানান, ইফতারের আগ মুহূর্তে তিনি মার্কেট থেকে বের হয়ে রাস্তার বিপরীত পাশে যাচ্ছিলেন ইফতার সামগ্রী আনতে। তখন দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের আরোহী মান্নানকে প্রায় ১০০ গজ দূর পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যায়। পরে মোটরসাইকেল চালকও ছিটকে পড়লে তাদের দুজনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন। আর হাসপাতাল থেকে কাউকে কিছু না বলে চলে গিয়েছেন আহত ওই মোটরসাইকেল চালক। তার নাম পরিচয় জানা যায়নি।
স্বজনরা জানান, নিহত আব্দুল মান্নানের স্ত্রী নুরজাহান বেগম ৩ মাস আগে মারা গিয়েছেন। তাদের দুটি ছেলেমেয়ে আছে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক এসব নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। ঘটনা দুটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ৪, ২০২৫
এজেডএস/এমজে