ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

কুড়ালের মালিকানা নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মার্চ ৪, ২০২৫
কুড়ালের মালিকানা নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৮

ফরিদপুরের ভাঙ্গায় একটি কুড়ালের মালিকানা নিয়ে মামাতো ও ফুফাতো ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সোমবার (০৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলা চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী আউড়ামাঠ গ্রামে এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন- মো. শফিক মাতুব্বর (৫০), মো. সরোয়ার মাতুব্বর (৬০), মো. আইয়ুব মাতুব্বার (৫৬), মাসুদ মাতুব্বর (৪৩), রাব্বি মাতুব্বর (২৪), জিহাদ মাতুব্বর (১৯), নার্গিস বেগম (৩০), মরিয়ম বেগম (৩১), সিদ্দিক শেখ (৫৪), মো. সোহেল (২৪) ও শুকুর আলী (৩৫)। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বসদরদী আউড়ামাঠ গ্রামের বাসিন্দা সুমন (মামাতো ভাই) ও রাব্বি (ফুফাতো ভাই) গত কয়েক মাস আগে দুইজনে ভাগে একটি কুড়াল কেনেন। সোমবার রাতে সুমন তার ফুফাতো ভাই রাব্বির কাছে কুড়ালটি চান। এতে রাব্বি কুড়ালটি দিতে অপারগতা প্রকাশ করে নিজের কুড়াল বলে দাবি করেন। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে গ্রামবাসী দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে গ্রামবাসী দুই ভাইয়ের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ১৮ জন আহত হন।

এর সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। একটি কুড়ালের আছাড়ি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।