ঢাকা, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৫ মার্চ ২০২৫, ০৪ রমজান ১৪৪৬

জাতীয়

নানার সঙ্গে রাস্তা পার হওয়ার সময় শিশু নিহত, বাসে আগুন    

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
নানার সঙ্গে রাস্তা পার হওয়ার সময় শিশু নিহত, বাসে আগুন
 

 

বরিশাল: বরিশালের গৌরনদীতে বাসচাপায় ইয়াসিন সিকদার (৯) নামে একটি শিশু নিহত হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন লাগিয়ে দিয়েছেন স্থানীয় জনতা।


 
গৌরনদী মহাসড়ক থানার টিএসআই রুহুল আমিন এ তথ্য জানিয়েছেন।
 
মঙ্গলবার (০৪ মার্চ) রাত ৮টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত ইয়াসিন সিকদার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মিশ্রি পাড়ার বাসিন্দা মো. সুমনের ছেলে।
 
গৌরনদী মহাসড়ক থানার টিএসআই রুহুল আমিন বলেন, ইয়াসিন নানার সঙ্গে মহাসড়ক পার হওয়ার সময় ভুরঘাটা থেকে বরিশালগামী হাওলাদার পরিবহন নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। গুরুতর আহত হন তার নানা আব্দুল মজিদ সিকদার। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
টিএসআই রুহুল আমিন আরও বলেন, ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা বাসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৫
এমএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।