ঢাকা, মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

জাতীয়

উচ্চ আদালতে যাবেন আব্দুর রহিমের স্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
উচ্চ আদালতে যাবেন আব্দুর রহিমের স্ত্রী এনএসআই’র সাবেক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিমের স্ত্রী শিরিন রহিম

ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এনএসআই’র সাবেক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিমের স্ত্রী শিরিন রহিম রায়ের প্রতিক্রিয়ায় বলেছেন, ঘটনার সময়ে উনি অসুস্থ ছিলেন, ফিস্টুলা অপারেশন হয়েছিল। তখন উনি সিএমএইচে ভর্তি ছিলেন। এর রিপোর্ট পর্যন্ত রয়েছে। জেনারেল জাফরুল্লাহ তার অপারেশন করেছিলেন। তিনি ১৫ দিন হাসপাতালে ছিলেন। পরে শুনলাম তাকে এ মামলায় জড়ানো হয়েছে।

ঘটনার পরবর্তীতে আব্দুর রহিম মামলা ভিন্নখাতে প্রবাহিতের চেষ্টা করেছিলেন এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলেন, যখন অভিযোগটা করেছেন তিনি তো অপারেশনে ছিলেন। তার দ্বারা এটা সম্ভব ছিল না।

ওনার বিরুদ্ধে কোন এভিডেন্স নেই, কোন সাক্ষী নেই।

তিনি বলেন, আমার জীবনে আমি হয়তো অনেক ভুলত্রুটি করতে পারি। কিন্তু এই একটা মানুষ জীবনে কোন অন্যায় করেননি, মিথ্যা কথা বলেননি, অন্যায়ের পথে চলেননি। ওনার জীবনে কোন হারাম নেই। আমি স্ত্রী হিসেবে তাকে ৪০ বছর দেখে এসেছি।

তাহলে এই রায় তার বিরুদ্ধে গেলো কেন? প্রশ্নে আব্দুর রহিমের স্ত্রী বলেন, তার দোষ একটাই, তিনি বিএনপির আমলে এনএসআই’র ডিজি ছিলেন।

আমি যতোদিন বেঁচে আছি ততোদিন তার জন্য আইনের লড়াই চালিয়ে যাবো। তার বিরুদ্ধে যে রায় হয়েছে, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো, বলেন শিরিন রহিম।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ